বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউপির লোটরা দক্ষিণ বাজারের বালুর মাঠে এটি অনুষ্ঠিত হয়।
সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি এবং সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।
তিনি তার বক্তব্যে বলেন, আজ বাংলাদেশের রাজনৈতিক সুবাতাস বইছে। আপনারা সবাই এই সময়টিকে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বিচার বিশ্লেষণে মূল্যায়ন করবেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয়তাবাদী রাজনীতির মতাদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দিবেন। আপনারা সেই অপেক্ষায় মানুষের কল্যাণে কাজ করেন। এছাড়া তিনি অপরাজনীতি থেকে সকল পক্ষকে ফিরে আসার আহ্বান করেন।
এক প্রসঙ্গে তিনি বিরোধী শিবিরের রাজনীতি কর্মী সমর্থকদেরকে অন্যায় ভাবে মামলা মোকাদ্দামা জড়িয়ে হ্যাস্তনাস্ত না করার আহ্বান করেন। একই সঙ্গে শাহরাস্তি হাজিগঞ্জে নির্বাচনী এলাকায় আগামী নির্বাচনে ধানের শেষের বিজয়ের জন্য নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন।
উপজেলা সূচিপাড়া দক্ষিণ ইউপির ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান সুজন ও মোঃ লিটন মজুমদারের যুগ্ন সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটওয়ারী লিটন, সহ-সভাপতি আবু ইউসুফ রুপন পাটোয়ারী, আব্দুল মতিন সর্দ্দার , উপজেলা যুবদলের আহবায়ক মো: আলী আজগর মিয়াজী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. শাহেদুল হক মজুমদার সোহেল, যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গণি,
পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, যুগ্ন আহবায়ক মাহবুব হাসান বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম , সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আলী আজগর মিয়াজি, শাহরাস্তি উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মোঃ মাসুদ হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক প্রমুখ।
এছাড়াও শাহরাস্তি উপজেলা ও সকল ইউপির, ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।