“হেল্পিং হ্যান্ডস ইউথ ফাউন্ডেশন” চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক গ্রামে কতিপয় যুবকদের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন।
যে কোনো মানবিক কাজ থেকে শুরু করে উক্ত সংগঠন সকলের পাশে থাকার চেষ্টা করে চলছে। তারই ধারাবাহিকতায় উক্ত সংগঠন শাহরাস্তি উপজেলা অন্তর্গত করফুলেন্নেসা সরকারি মহিলা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একজন মেধাবী শিক্ষার্থী সরস্বতী দাস গুরুতর অসুস্থতা ও গলায় ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার খবর পায়। আর্থিকভাবে অক্ষম পরিবারের পক্ষে তার চিকিৎসা ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। উক্ত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন বিধায় হেল্পিং হ্যান্ডস ইউথ ফাউন্ডেশন-এর সদস্যগণ আর্থিক সহায়তা প্রদানের জন্য কার্যক্রম পরিচালনা করে। সর্বমোট নগদ ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা উত্তোলনে সক্ষম হয় তারা। উক্ত টাকা অতি অল্প সময়ের মধ্যে উক্ত অসুস্থ শিক্ষার্থীর পরিবারের নিকট পৌঁছে দেয়া হয়েছে।
সেখানে উপস্থিত ছিলেন,হেল্পিং হেন্ডস ইউথ ফাউন্ডেশনের অন্যতম সিনিয়র সদস্য মো: রায়হান হোসেন, সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক বাবর ইব্রাহীম, ক্যাশিয়ার মো: রিফাত হোসেন এবং সদস্য মোশারফ, শুপ্ত, মেহেদী, অনিক, রাফি, সজীব সহ আরো অনেকে।
সর্বোপরি, হেল্পিং হ্যান্ডস ইউথ ফাউন্ডেশন আত্ম-মানবতার সেবায় নিয়োজিত থাকার প্রতিজ্ঞাবদ্ধ। সকল পরিস্থিতিতে সকলের পাশে দাঁড়ানোর জন্য সদা প্রস্তুত উক্ত সংগঠনটি। সকল সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে মানবতার সেবায় নিয়োজিত থাকবে বলে উক্ত সংগঠনটি বিশ্বাস করে। মানুষ মানুষের জন্য প্রত্যয়কে সামনের রেখে হেল্পিং হ্যান্ডস ইউথ ফাউন্ডেশন তার কাজকে চালিয়ে যাবে বলে জানান সংগঠনের সদস্যরা।