চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্ৰহন করেছেন মোঃ আবুল কালাম। তাঁর নতুন দায়িত্ব প্রতিষ্ঠানকে স্বপ্ন ও বাস্তবায়নে আশা জাগানিয়া তৈরি করেছে।
জনাব মোঃ আবুল কালাম একই উপজেলার সূচিপাড়া ডিগ্ৰী কলেজে রসায়ন শাস্ত্র বিষয়ের সহকারী অধ্যাপক হিসাবে সরকারি বিধি মোতাবেক দায়িত্ব পালন শেষে ২০২৩ সালে অবসরে আসেন। ঐ কলেজে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন।
সূচিপাড়া ডিগ্ৰী কলেজ হতে অবসর যাওয়ার পূর্ব থেকে তিনি চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাডেমিক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি শিক্ষা সম্পর্কিত চাঁদপুর জেলা ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন পদে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শিক্ষাকতার পাশাপাশি তিনি একজন সাংবাদিক হিসাবে জাতীয় পত্রিকা প্রথম আলো, যায়যায় দিন সহ স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকায় নিয়মিত লেখালেখি করে আসছেন।
একজন শিক্ষক সংগঠক হিসাবে জেলা ও উপজেলার শিক্ষক সমাজে তার রয়েছে ব্যাপক সমাদর। শিক্ষার্থীদেরকে শিক্ষার বাহিরে অন্যান্য শিক্ষা সহায়ক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তিনি দীর্ঘদিন ধরে ব্যাপক অবদান রেখে আসছেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলায় কর্মরত নিজ প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে বিভিন্ন সম্মান অর্জনে সমর্থ হয়েছে।
বহু মাতৃক গুণে গুণান্বিত শিক্ষক মোঃ আবুল কালাম চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পাওয়ায় আমরা তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
আমরা আশা করি তাঁর দীর্ঘ শিক্ষকতায় লব্ধ অভিজ্ঞতা ও অন্যান্য বহু মাতৃক গুণগুলো সদ্য নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানকে সত্ত্বর একটি উচ্চ মাত্রায় পৌঁছে দিতে সমর্থ হবে। আমরা নতুন দিনের মিছিলে যুক্ত হতে আশায় বুক বেঁধে রইলাম।