ঢাকা , মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আতাউর রহমান মোল্লা’হ ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু’র পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন শরিফ মোহাম্মদ সিদ্দিকী ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে সাবেক ছাত্র নেতা নাসিম মোড়লের শুভেচ্ছা শ্রীপুরে চুরির ঘটনায় থানায় অভিযোগ,২ দিন পার হলেও মালামাল উদ্ধার করতে পারিনি পুলিশ শাহরাস্তিতে ফুটবল মহারণ: আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চূড়ান্ত লড়াইয়ে দুই পরাশক্তি শাহরাস্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার বিএনপির ইফতার মাহফিলে উপস্থিতি নিয়ে তোলপাড় শিক্ষা খাতে অগ্রগতি: রাঙ্গামাটির জেলা প্রশাসকের পরামর্শে এগিয়ে যাচ্ছে শাহরাস্তির বিয়াম ল্যাবরেটরি স্কুল শাহরাস্তিতে উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল ইফতার মাহফিল, শত শত নেতাকর্মীর ঢল শাহরাস্তিতে সাগরিকা এক্সপ্রেসের নিচে মানসিক ভারসাম্যহীন যুবকের করুণ মৃত্যু শাহরাস্তি  টামটা  উত্তর ইউপি বিএনপি ও অঙ্গ সংগঠনের মতনিময় সভা শেষে ইফতার ও দোয়ার মাহফিল 

কবি নজরুল কলেজ ছাত্রলীগ কর্মী সুমনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করলো শিক্ষার্থীরা

রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কর্মী শেখ সুমনকে পিটুনি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১১ নভেম্বর) সকালে কবি নজরুল সরকারি কলেজে এ ঘটনা ঘটে। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ পরিচয়ধারী সুমন ক্যাম্পাসে ঢুকলে, কবি নজরুলের ছাত্ররা তাকে চিনে ফেলেন। তার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের বাগবিতণ্ডার এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাসের ছাত্র সংসদে নিয়ে যায়। এর মধ্যেই ছাত্র এবং উৎসুক জনতা ভিড় করতে থাকে। এরপর শিক্ষার্থী ও উৎসুক জনতা মিলে সুমনকে কয়েক দফা পিটুনি দেন। পরে তাকে সূত্রাপুর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সাধারণ শিক্ষার্থীরা জানান, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের হাতে নানাভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছেন। পুরো ক্যাম্পাস তাদের দখলে রেখে তারা ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করত। তাদের ইচ্ছার বাইরে কোনো শিক্ষার্থী কথা বলতে পারতেন না।

এ সময় সূত্রাপুর থানার এসআই সাইদুর বলেন, সুমনের নামে সূত্রাপুর থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১০ নভেম্বর নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের ডাকা সমাবেসে যোগদান করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী সুমন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করে ছাত্রলীগের সদস্য শেখ সুমন। সুমন কবি নজরুল সরকারি কলেজের দর্শন বিভাগের ১৯-২০ সেশনের ছাত্র।

তিনি ক্যাম্পাসে অবস্থানকালে কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগরের হয়ে দলীয় কাজ করতেন। এ ছাড়া বিভিন্ন সময়ে বেলায়েত হোসেনের নির্দেশে ছাত্রাবাসের ছেলেদের জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, বিভিন্নভাবে নির্যাতন করা, মারধর করা, ক্যাম্পাসে মেয়েদের ইভটিজিং করা ছাড়াও বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

এ ছাড়া ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ থাকাকালীন সুমনের নির্দেশে সাংবাদিকদের মারধরের ঘটনাও ঘটেছে ক্যাম্পাসে। ভিক্টোরিয়া পার্ক এলাকায় বিভিন্ন বাস-ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগও পাওয়া যায় তার বিরুদ্ধে।

Facebook Comments Box
Tag :
জনপ্রিয় সংবাদ

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আতাউর রহমান মোল্লা’হ

কবি নজরুল কলেজ ছাত্রলীগ কর্মী সুমনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করলো শিক্ষার্থীরা

Update Time : ১০:২০:১২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কর্মী শেখ সুমনকে পিটুনি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১১ নভেম্বর) সকালে কবি নজরুল সরকারি কলেজে এ ঘটনা ঘটে। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ পরিচয়ধারী সুমন ক্যাম্পাসে ঢুকলে, কবি নজরুলের ছাত্ররা তাকে চিনে ফেলেন। তার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের বাগবিতণ্ডার এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাসের ছাত্র সংসদে নিয়ে যায়। এর মধ্যেই ছাত্র এবং উৎসুক জনতা ভিড় করতে থাকে। এরপর শিক্ষার্থী ও উৎসুক জনতা মিলে সুমনকে কয়েক দফা পিটুনি দেন। পরে তাকে সূত্রাপুর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সাধারণ শিক্ষার্থীরা জানান, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের হাতে নানাভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছেন। পুরো ক্যাম্পাস তাদের দখলে রেখে তারা ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করত। তাদের ইচ্ছার বাইরে কোনো শিক্ষার্থী কথা বলতে পারতেন না।

এ সময় সূত্রাপুর থানার এসআই সাইদুর বলেন, সুমনের নামে সূত্রাপুর থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১০ নভেম্বর নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের ডাকা সমাবেসে যোগদান করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী সুমন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করে ছাত্রলীগের সদস্য শেখ সুমন। সুমন কবি নজরুল সরকারি কলেজের দর্শন বিভাগের ১৯-২০ সেশনের ছাত্র।

তিনি ক্যাম্পাসে অবস্থানকালে কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগরের হয়ে দলীয় কাজ করতেন। এ ছাড়া বিভিন্ন সময়ে বেলায়েত হোসেনের নির্দেশে ছাত্রাবাসের ছেলেদের জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, বিভিন্নভাবে নির্যাতন করা, মারধর করা, ক্যাম্পাসে মেয়েদের ইভটিজিং করা ছাড়াও বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

এ ছাড়া ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ থাকাকালীন সুমনের নির্দেশে সাংবাদিকদের মারধরের ঘটনাও ঘটেছে ক্যাম্পাসে। ভিক্টোরিয়া পার্ক এলাকায় বিভিন্ন বাস-ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগও পাওয়া যায় তার বিরুদ্ধে।

Facebook Comments Box