শাহরাস্তি প্রতিনিধি:
শাহরাস্তিতে ভাঙ্গচুর ও চাঁদাবাজির মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে পরিত্রাণের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচোঁ গ্রামে ওই ক্ষতিগ্রস্ত ৯ টি পরিবারসহ এলাকাবাসী মূল সড়কের ফটকে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন,বানিয়াচোঁ গ্রামের মহব্বত আলীর ছেলে শাহ আলম দীর্ঘদিন ধরে নানান অজুহাতে এলাকার নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দায়ের করে আসছে। একই সঙ্গে বিগত সরকারের আমলে সে নিজেকে আওয়ামীলীগ পরিচয় দিয়ে গ্রামের বিভিন্ন মানুষকে মামলা হামলা দিয়ে নাজেহাল করে ।
সম্প্রতি ওই ব্যক্তি স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে বিভিন্ন কায়দায় মামলা দিয়ে হেনস্থা করছে। আমরা সুষ্টু তদন্তের মাধ্যমে তার বিচার দাবি করছি।
বক্তারা আরও বলেন, শাহ আলম ভূমি দখল, মিথ্যা মামলা ও দলীয় পরিচয় দিয়ে একের পর এক মামলা দিয়ে গ্রামের মানুষকে পথের ফকির বানিয়ে দিচ্ছে। গত শাসন আমলে প্রশাসনের সঙ্গে আঁতাত করে তিনি নিজেই ভূমি দখলের মাধ্যমে বাড়ি নির্মাণ করেন। তার আতংকে অনেক গ্রামবাসী এলাকা ছাড়া হয়ে আছেন৷ আমাদের অনুরোধ বর্তমান সরকার ও সেনাবাহিনীর কাছে, আপনারা দয়া করে আমাদের বাঁচান। এমন প্রতারককে আইনের মাধ্যমে কঠিন শাস্তি প্রদান করুন।