শিক্ষার্থীদের মেধা যাচাই, শিক্ষার মান উন্নয়নসহ লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) উপজেলার ৩টি কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলোঃ চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়, খিলাবাজার স্কুল এন্ড কলেজ। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় ১৮২৭ জন শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়।
অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ও সার্বিক ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট।
প্রধান পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত নিজমেহার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেন বলেন, মেধাবৃত্তির এ পরীক্ষায় উপজেলার ১৮২৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। আগামী ডিসেম্বর মাসে এ পরীক্ষার ফলাফল দেয়া হবে। গোল্ডেন ট্যালেন্টপুল,ট্যালেন্টপুল, সাধারন গ্রেডে বৃত্তি পাবে শিক্ষার্থীরা।
শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনটি ২০২৩ সালে পৃষ্টপোষক ইঞ্জিনিয়ার মোঃ মুজিবুর রহমান রাজিবের সার্বিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিলো। শাহরাস্তি উপজেলার অদম্য ১০ জন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্বাহি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন প্রধান শিক্ষকদের সমন্বয়ে গঠিত উপদেষ্টা মন্ডলী রয়েছে। ২০২৩ সালের মেধাবৃত্তি পরীক্ষায় ১৯০৬ জন পরীক্ষার্থীদের মধ্যে ২২৩ জন শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।