চাঁদপুরের শাহরাস্তিতে রায়শ্রী উত্তর ইউনিয়নের দহশ্রর গ্রামে শাহরাস্তি যুব ও ক্রীড়া সংসদ – শাযুকস ও দহশ্রী নব জাগরণ সংঘ এর যৌথ উদ্যোগে শুক্রবার (৮ নভেম্বর) মিনি ফুটবল টুর্নামেন্ট – ২০২৪ অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টে ১২টি শক্তিশালী দল অংশগ্রহণ করে। ৩১শে সেপ্টেম্বর শুরু হওয়া খেলাটি আজ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে সমাপ্ত হয়। উনকিলা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান এবং খামপাড় ফ্রেন্ডস ক্লাব রানার্স আপ হয়।
ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় নাঈম (উনকিলা উচ্চ বিদ্যালয়), পুরো টুর্নামেন্ট শেষে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় নেয়ামত সজীব, গোল অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় রাফসান।
ফাইনাল খেলার পুরুস্কার বিতরণ করছেন প্রধান অতিথি শাহরাস্তি মডেল থানার ওসি মোঃ আবুল বাশার পিপিএম (বার)।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলার আমীর মোঃ মোস্তফা কামাল, রায়শ্রী উত্তর ইউনিয়নের আমীর মোঃ সালাউদ্দিন গাজী, শাহরাস্তি যুব ও ক্রীড়া সংসদ (শাযুকস) সভাপতি মোঃ সেফায়েত উল্লাহ্ ফিরোজ, সেক্রেটারি মোঃ জাকির হোসেন এবং দহশ্রী নবজাগরণ সংঘের সভাপতি মিনহাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম প্রমুখ।