মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন এই আদর্শ দিয়ে জামায়াত একটি ইসলামি সমাজ কায়েম করতে চায়
~জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া
শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২রা নভেম্বর শনিবার ৩টায় ইউনিয়নের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় উত্তর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন বলশিদ কাঁকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে শুরু হয়।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি,চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এ্যাডভোকেট শাহজাহান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা আমীর মোস্তফা কামাল, সাবেক আমীর মাওলানা খলিলুর রহমান, নায়েবে আমীর বাদশাহ ফয়সাল, উপজেলা সেক্রেটারি মাওলানা মাইনুদ্দীন, উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি শাহ আলম ভূঁইয়া।
এছাড়াও উপস্থিতি ছিলেন,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম, টামটা উত্তর জামায়াত সেক্রেটারি জাকির হোসেন বিএসসি, মেহের উত্তর জামায়াত সাবেক সভাপতি একরামুল হক জামাল, ঢাকা মহানগরী উত্তরের রোকন জহিরুল হক, মহানগরী দক্ষিনের আইসিটির রোকন সাইদুর রহমান, ওয়ার্ড সভাপতি আনিসুর রহমান, প্রবাসী রোকন মহসিন মিয়াজী সহ ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন এই আদর্শ দিয়ে জামায়াত একটি ইসলামি সমাজ কায়েম করতে চায়।আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থীদের ভোট প্রদানের মাধ্যমে বাংলাদেশে সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার আহবান করেন।