চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় যুব দিবস উদযাপন করেছে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ইয়াসির আরাফাত। উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) রিজওয়ানা চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা প্রদান করেন শাহরাস্তির যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা শামসুল আরেফিন, শাহারাস্তি পৌরসভা যুব বিভাগের সভাপতি জিহাদুল ইসলাম শামীম প্রমুখ।
বক্তারা বলেন, আমরা চাকরির জন্য অপেক্ষায় থাকবো না। সক্ষমতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবো। সরকার চায় দক্ষ যুবক গড়ে তোলা। এজন্য যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে। সেই কেন্দ্রগুলো থেকে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ হয়ে কর্মসংস্থান করতে হবে। এতে অনেকের বেকারত্ব দূর হবে।
উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক এবং যুবতীরা। অত্র প্রোগ্রামে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের কে সার্টিফিকেট প্রদান পুরস্কার প্রদান করা হয়।