“শিক্ষা, ঐক্য, প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ৩ ও ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সার্বিক সহযোগীতায় সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য প্রীতি ফুটবল ম্যাচ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েলের সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন শাহরাস্তি পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।
বিশেষ অতিথি ছিলেন, শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এ এস এম লিটন, বিএনপি নেতা জানে আলম, পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ আবদুল কাইয়ুম রিপন, যুবদল নেতা রফিকুল ইসলাম, শ্রমিক দল নেতা তৈয়ব আলী, পৌরসভা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমাম হোসেন, ছাত্রনেতা শাম্মি পাটোয়ারী, শাহাদাত হোসেন, ফোরকান, রাকিব, জহির প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি বলেন, মাদকের কুফল সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। ছাত্রদল খেলা পরিচালনার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সহায়তা করছে এবং যুব সমাজ খেলাধূলার ফলে শারীরিক ও মানুষিকভাবে সুস্থও থাকছে৷ ফুটবল টুর্নামেন্ট শেষ হলে আমরা প্রতি ওয়ার্ডে ক্রিকেট খেলার আয়োজন করবো।
ফুটবল প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে শাহরাস্তি পৌরসভার তিন ও চার নং ওয়ার্ডের ছাত্রদল। খেলায় নির্ধারিত সময় ৩-১ ব্যবধানে ৪ নং ওয়ার্ড ছাত্রদল জয়ী হয়। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।