চ্যাম্পিয়ন খিলাবাজার বন্ধু ক্লাব
রানার্স আপ নিজমেহার ইলিভেন স্টার ক্লাব
শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র নিজমেহার নিউ স্টার ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ৩য় আসরের ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামলো।
উক্ত ফাইনাল ম্যাচে ফাইনালিস্ট দল হিসেবে অংশগ্রহণ করে খিলাবাজার বন্ধু ক্লাব ও নিজমেহার ইলিভেন স্টার ক্লাব। এ সময় খেলোয়াড়দের নৈপুণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন ক্রীড়াপ্রেমী দর্শকরা।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজমেহার নিউ স্টার ক্লাব এর প্রধান পৃষ্টপোষক, আলহাজ্ব মোঃ ফারুক হোসেন মিয়াজী।
অনুষ্টানটি সঞ্চালনায় ছিলেন শাহরাস্তি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবুল হায়দার স্বপন। খেলা পরিচালনা করেন মো আনোয়ার হোসেন।
প্রধান অতিথি আলহাজ্ব মোঃ ফারুক হোসেন মিয়াজী জানান, মাদকের কালো থাবা থেকে সমাজকে মুক্ত করতে খেলাধূলার বিকল্প কিছু নাই। শাহরাস্তি পৌরসভার ৮ নং ওয়ার্ডে ঐতিহ্যবাহী বালুর মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, আমি গত কয়েক বছর ধরে এই মাঠে খেলা পরিচালনা করে যাচ্ছি। যুব সমাজ মাদকমুক্ত রাখতে খেলাধূলার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করছি।
উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা এ এস এম লিটন, শাহরাস্তি পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল কাইয়ুম রিপন, যুবদল নেতা রফিকুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ মিজানুর রহমান, সাবেক কমিশনার ছফিউল্লাহ মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী তারেকুল ইসলাম, ছাত্রনেতা মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।
খিলাবাজার বন্ধু ক্লাব ও নিজমেহার ইলেভেন স্টার মধ্যকার নির্ধারিত সময় খেলাটি গোলশূন্য ড্র হয়। ট্রাইবেকারে খিলাবাজার বন্ধু ক্লাব ৩-২ গোলে নিজমেহার ইলিভেন স্টার ক্লাবকে পরাজিত করে। পুরো টুর্নামেন্টে অনবদ্য নৈপুণ্য প্রদর্শন করায় প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হোন খিলাবাজার বন্ধু ক্লাবের গোলকিপার মুরাদ হোসেন রাব্বি।