চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র কালীবাড়ি বাজারে ভালো ব্র্যান্ড ও ভালো মানের পণ্যের নিশ্চয়তা দিয়ে জাঁকজমকপূর্ণ ও অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে শুভ উদ্ভোধন হলো গ্রীন হোমস এন্ড ইলেকট্রনিক্স।
উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাছতলা মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী, শাহারাস্তি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মোঃ মোস্তফা কামাল, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবু ইউসুফ পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোহাম্মদ মহিন উদ্দিন।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন তরুণ উদ্যেক্তা ও ব্যবসায়ী এস এম জালাল হোসাইন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী এবং গ্রীণ হোমস এন্ড ইলেকট্রনিক্স এর পরিচালক এস এম আব্দুল আউয়াল।
উক্ত অনুষ্ঠানে এলাকার সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, স্থানীয় বাজার ব্যবসায়ীসহ আরও নানা শ্রেণী ও দলের লোক উপস্থিত ছিলো।