
আক্তার হোসেন শিহাবঃ শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন শিবিরের উদ্যোগে ২৮শে অক্টোবর পল্টন ট্রাজেডি উপলক্ষে আলোচনা সভা ও ভিডিও চিত্র প্রদর্শন অনুষ্ঠিত।
সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন শিবিরের সভাপতি শাআদ আহমেদের সঞ্চালনায় রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসা শিবিরের সভাপতি হাফেজ আমির হামজার কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের চাঁদপুর জেলা সভাপতি মহররম আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহরাস্তি উপজেলা নায়েবে আমীর বাদশাহ ফয়সাল। ছাত্রশিবিরের চাঁদপুর জেলার অফিস সম্পাদক আল আমিন হোসেন। শাহরাস্তি উপজেলা দক্ষিণ শিবিরের সভাপতি আক্তার হোসেন শিহাব। সেক্রেটারী কাউছার আলম। জামায়াতে ইসলামী সূচীপাড়া উত্তর ইউনিয়ন আমীর মাওলানা জালাল হোসাইন, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন আমীর মাওলানা আবু সালেহ, ইউনিয়ন সেক্রেটারি হুমায়ুন কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মহররম আলী বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে কালো একটি অধ্যায়, জামায়াত ও শিবিরের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল এদিনে।আমরা এর বিচার চাই। আমরা অন্তবর্তীকালীন সরকারকে আহ্বান করবো অতি দ্রুত ২৮শে অক্টোবর পল্টন ট্রাজেডির বিচার কার্যক্রম শুরু করা হোক।
আলোচনা সভা শেষে ২০০৬ সালের ২৮শে অক্টোবরের নির্মমতার ভিডিও এবং আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার তাণ্ডবের ডকুমেন্টারি ভিডিও দেখানো হয়।