
জাতীয়তাবাদী যুবদল শাহরাস্তি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
২৭ অক্টোবর রবিবার দুপুরে ঐতিহ্যবাহী মেহার কালীবাড়ি মাঠে এ বিনামূল্যে স্বাস্থ্যসেবার আয়োজন করা হয়।
শাহরাস্তি উপজেলা যুবদলের আহবায়ক মো: আলী আজগর মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শাহরাস্তি -হাজীগঞ্জ বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি: মুমিনুল হক।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মুহাম্মদ সাইফুল ইসলাম শামীম, ডা: মোহাম্মদ নুরুন নবী, ডাঃ খালিদুর রহমান জিহাদ, ডা: শাওন ও ডাঃ দীপক সহ বিশেষজ্ঞ চিকিৎসকগন ২ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
স্বাস্থ্যসেবা ক্যাম্পে শাহরাস্তি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. শাহেদুল হক মজুমদার সোহেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটওয়ারী লিটন, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী, মমতাজ উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মো: বেলায়েত হোসেন সেলিম, যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ, পৌরসভা বিএনপির দপ্তর সম্পাদক মো: শাহজাহান, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব হাসান বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম , সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জি: এবি এম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক, যুব নেতা মো: আজগর হোসেন মোল্লা, মো: আদনান নোমান, আবু হানিফ প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল,ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।