ছাত্রলীগ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় শাহরাস্তি পৌরসভা ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠন আনন্দ মিছিল করেছে। বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় কালীবাড়ি বাজার থেকে আনন্দ মিছিল বের করে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও ঠাকুর বাজার ও মহামায়ায় প্রদক্ষিণ করে এই আনন্দ মিছিলটি। আনন্দ মিছিল শেষে ছাত্রদল নেতা-কর্মীদের মিষ্টি মুখ করিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায়।
এসময় শিক্ষার্থীরা ‘হই হই রই রই, ছাত্রলীগ গেল কই’, ‘দিয়েছি তো রক্ত আরও দিবো রক্ত’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা সাইজ কর’, ‘ছাত্রলীগের চামড়া, তুলে নেব আমরা’, ‘আবু সাঈদের রক্ত বৃথা যেতে দিবো না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক ইমাম রহমান, সাম্মি পাটোয়ারি, আনিসুর রহমান, জাকারিয়া ফাহিম, শাহাদাত হোসেন, জহির, মেহরাব, বোরহান, ওমর, রাকিব, শাহরিয়ার, মাহমুদ, সোবহান, আরাফাত প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের সদস্য সচিব আবদুল কাইয়ুম রিপন, শাহরাস্তি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার সহ আরও অনেকে।
উল্লেখ্য, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তুর্বর্তীকালীন সরকার। বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।