
মোঃ রাফিউ হাসান হামজাঃ
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে সোমবার সন্ধ্যায় ঠাকুর বাজার এলাকায় বিভিন্ন ব্যবসায়ীদের ও সাধারণ মানুষদের হাতে লিফলেট বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র এ লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ডালী, যুগ্ন আহবায়ক শামসুল আলম সূর্য, শাহরাস্তি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জিন হোসেন শিপন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল হায়দারসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে অসংখ্য নেতা-কর্মী।
লিফলেট বিতরণ করার মুহুর্তে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমার ভাই, তোমার ভাইয়ের নামে কোনো স্লোগান হবে না। এ ধরনের অনেক ভাই নেতা-কর্মীদের ফেলে চলে গিয়েছে। দলের জন্যে কাজ করতে হবে, দলের দুঃসময়ে পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। কেউ যেন কষ্ট না পায় সেই কাজ করতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে।