অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের পৃষ্টপোষক, খেলাপ্রেমী ও বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম দিপুর সঙ্গে দেখা করেছেন দেশ সেরা ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন। রবিবার সন্ধ্যায় কুমিল্লার একটি রেস্টুরেন্টে অভিজ্ঞ এই ক্রিকেটারের সঙ্গে একান্তে কথা বলেন জাহিদুল ইসলাম দিপু।
সংবাদমাধ্যমকে মোহাম্মদ সাইফুদ্দিন জানান, বিশেষ কোনো প্রয়োজনে নয়, এমনিতেই দিপু ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। দিপু ভাই শাহরাস্তি প্রিমিয়ার লীগ থেকেই আমার কথা মনে রেখেছেন। আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। আরও নানা বিষয় নিয়ে কথা হয়েছে। খুব সিরিয়াস কোনো বিষয় নয়।
মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গে তার ছোট ভাই ও বন্ধুরাও ছিলেন।
অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের পৃষ্টপোষক জাহিদুল ইসলাম দিপু বলেন, মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গে শাহরাস্তির ক্রীড়ার উন্নয়ন নিয়ে কথা হয়েছে। তিনি সার্বিক সহযোগিতার পাশাপাশি আমাদেরকে উৎসাহ প্রদানও করেছেন৷ আশা করি, ভালো কিছু উপহার দিতে পারবো শাহরাস্তিবাসীকে।