
শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে শাহরাস্তি নন এমপি মাধ্যমিক বিদ্যালয়ের পথচলা শুরু। গত ১৪ আগষ্ট ২০২৪ ইং, রোজ বুধবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত মহোদয় এর সভাপতিত্বে শাহরাস্তি নন এমপিও মাধ্যমিক বিদ্যালয় এসোসিয়েশনের নবগঠিত কমিটি অনুমোদন করা হয়।
নন এমপিও ভুক্ত ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন এবং সর্বসম্মতি ক্রমে মোঃ নুরুন্নবী রবিন চৌধুরীকে সভাপতি পদে এবং ইসমাইল হোসেন সিরাজী কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। পরবর্তীতে কমিটির অন্যান্য পদ যোগ্যতা ক্রমে উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শে বন্টন করা হয়।
কমিটির বাকি সদস্য হলেন সহ-সভাপতি হিসেবে যথাক্রমে তাহমিনা মুক্তা ও নুরুল ইসলাম প্রধানিয়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ নেওয়াজ শরীফ, অর্থ সচিব হিসেবে নুরুল আলম, দপ্তর সম্পাদক হিসেবে মাহবুবা আলম, প্রচার সম্পাদক হিসেবে মোঃ মাসুদ করিম, সম্মানিত সদস্য হিসেবে হোসনে আরা আক্তারকে নির্বাচিত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহোদয় নন- এমপিও প্রতিষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি করেন।