
“শিক্ষা, ঐক্য, প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ১ (এক) ও ১১ (এগারো) নং ওয়ার্ড ছাত্রদলের সার্বিক সহযোগীতায় সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য প্রীতি ফুটবল ম্যাচ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েলের সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন শাহরাস্তি পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।
বিশেষ অতিথি ছিলেন, শাহরাস্তি পৌরসভা বিএনপি’র সহ সভাপতি সেলিম পাটোয়ারী, ১১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম মিয়া, পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ আবদুল কাইয়ুম রিপন, শাহরাস্তি পৌরসভা স্বেচ্ছাসবক দলের সদস্য সচিব মোঃ আবুল হায়দার, পৌরসভা ছাত্রদলের যুগ্ন আহবায়ক তারেক পাটোয়ারী, ইমাম হোসেন, ছাত্রনেতা আনিছুর রহমান, শাম্মি পাটোয়ারী, শাহাদাত, নাফিস, রাকিব, জহির প্রমুখ।
খেলা পরিচালনা করেন টামটা উত্তর ইউনিয়ন যুবদল সভাপতি মমিন সিকদার।
প্রধান অতিথি আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস হতে দূরে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে খেলাধূলা। তাই পৌরসভা ছাত্রদলের উদ্যোগে আমরা প্রতিটি ওয়ার্ডে ফুটবল খেলার আয়োজন করছি। এতে ছাত্র সমাজের সকলেই অংশ নিচ্ছে প্রাণবন্তভাবে।
তিনি আরও বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে সতেজ রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে।
উল্লেখ্য, ফুটবল প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে শাহরাস্তি পৌরসভার ১ (এক) ও ১১ (এগারো) নং ওয়ার্ডের ছাত্রদল। খেলায় নির্ধারিত সময় ২-১ ব্যবধানে ১১ নং ওয়ার্ড ছাত্রদল জয়ী হয়। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।