শাহরাস্তি মডেল থানার নতুন অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসারকে বরণ করে, সাবেক ওসি মোহাম্মদ আলমগীর হোসেনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার রাতে শাহরাস্তি মডেল থানার আয়োজনে কনফারেন্স সেন্টারে এটি অনুষ্ঠিত হয়। ওই রাতে শাহরাস্তি মডেল থানার পুলিশ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে নবাগত ওসিকে বরণ করে সাবেক ওসিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহারাস্তি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র মোস্তফা কামাল, শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মোস্তফা কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজি, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সাবেক উপজেলা যুবদলের সভাপতি সাইফুল করিম মিনার, যুবদল নেতা ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুর রহমান আরজুসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জামায়েত ইসলামী বাংলাদেশের বিভিন্ন নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।