
ডাক্তার মাহমুদ উল্যাহ সাইফ ছিলেন ইক্বামাতে দ্বীনের একজন নিবেদিত প্রান সংগঠক
—উপজেলা আমীর মোস্তফা কামাল
ডাক্তার মাহমুদ উল্যাহ সাইফ এর মৃত্যুতে দেশবাসী একজন মানবিক চিকিৎসক হারালো
—পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
চাঁদপুর বক্ষব্যাধী হাসপাতালের চিকিৎসক শাহরাস্তির কৃতিসন্তান ডাক্তার মাহমুদ উল্যাহ সাইফ (৩৫), ১৮ই অক্টোবর শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে মৃৃত্যুবরন করেন।
শাহরাস্তি পৌরসভার ভিসারা নোয়াগাঁও এর মেধাবী এই চিকিৎসকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা ও পৌরসভা সংগঠন।
মরহুমের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত জানাজা পূর্ব আলোচনায় উপস্থিত হয়ে জামায়াত নেতৃবৃন্দরা বলেন, ডাক্তার মাহমুদ উল্যাহ সাইফ ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান, কর্তব্য পরায়ন, সততা ও একাগ্রতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি স্বল্পভাষী এবং সদালাপী ছিলেন।সহকর্মীদের কাছে খুবই প্রিয় একজন মানুষ ছিলেন।
স্মৃতিচারন করতে গিয়ে নেতৃবৃন্দ বলেন,মেধাবী এই ছাত্রনেতা ছাত্রজীবনে ইসলামি ছাত্রশিবিরের সাথী ছিলেন।ছিলেন ইকামাতে দ্বীনের নিবেদিত প্রান একজন কর্মী। দায়িত্ব পালন করেছেন বিভিন্ন শাখায়। বিসিএস হয়ে ডাক্তারি পেশায় প্রথম যোগদান করেন নিজ উপজেলা শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স-এ। মন প্রান উজাড় করে সেবা দিয়েছেন এলাকাবাসীকে।তা আজও স্বরন করে এই জনপদের লোকজন।দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে তার ছিলো সীমাহীন ত্যাগ ও কোরবানী।
মরহুমের মৃত্যুতে দিশেহারা পিতামাতা, ভাইবোন, স্ত্রী ও রেখে যাওয়া ২ ছেলে সন্তানকে সান্ত্বনা দেন জামায়াত নেতৃবৃন্দ। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Facebook Comments Box