চাঁদপুরের শাহরাস্তিতে ছিখটিয়া জামিয়া ইসলামীয়া দারুস্ সুন্নাহ মাদ্রাসা'র উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন পীরে কামেল শায়খুত তাফসীর ওয়াল হাদীস ফখরে বাঙ্গাল এবং আজমতে সাহাবা বাংলাদেশের আমীর আল্লামা খুরশিদ আলম কাসেমী।
আরও উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূন্ন মুফাচ্ছেরে কোরআন, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারি সু-মধুর কন্ঠের অধিকারী এবং ঢাকার সাইনবোর্ডে অবস্থিত মৌচাক বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ইমরান হোসাইন মুজাহিদী। শাহরাস্তির জামিয়া ইসলামীয়া আরাবিয়া খেড়িহর মাদ্রাসার মাওলানা হোসাইন আহমদ। ঢাকার হাসানবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসানাত ফরিদী।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন শাহরাস্তির উয়ারুকে অবস্থিত জামিয়া ইসলামীয়া দারুল উলূম মাদ্রাসার মোহতামিম মাওলানা ওবায়েদুর রহমান।
আগামী বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাদ যোহর মাদ্রাসার ময়দানে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিল আয়োজনের জোর প্রস্তুতি চলছে। মাহফিল সফল করতে এলাকাবাসী একযোগে কাজ করছেন।
আয়োজক কমিটির সমন্বয়ক হাসান ট্রাভেলস এর মালিক রবিউল জানান, ওয়াজ মাহফিলে বক্তারা ইসলামের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
তিনি আরও জানান, শাহরাস্তির বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার শতাধিক লোক এই ওয়াজ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।
এছাড়াও চিকিৎসক, প্রকৌশলী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক নেতারা মাহফিলে যোগ দেবেন বলেও জানান রবিউল। মাহফিলে সুশৃংখল পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। ওয়াজ মাহফিলে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনায় দোয়া করা হবে।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮