শাহরাস্তিতে রায়শ্রী উত্তর ইউনিয়নের খামপাড় গ্রামের ৬ নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সোবহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্তারুজ্জামান আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদল এর সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফয়সাল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল এর সভাপতি আলহাজ্ব শাহজাহান, যুবদলের সাধারণ সম্পাদক সায়মন খোকন, ছাত্রনেতা একরাম, খামপাড় গ্রামের রফিকুল ইসলাম, জসিমুল ইসলাম, দ্বীন মোহাম্মদ, মনিরুল ইসলাম, হাসান ইমাম, সুমন মেম্বার সহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম পাটোয়ারী লিটন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশটাকে ফোকলা করে দিয়ে গেছে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এদেশের মানুষ দিশেহারা। তাই স্বৈরাচারী শেখ হাসিনার দোষদেরকে চিহ্নিত করে তাদের থেকে দল ও দেশকে রক্ষা করতে হবে। সন্ত্রাস চাঁদাবাজি ও মাদকমুক্ত দেশ গড়তে হবে।