মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
কুমিল্লা জেলার বরুড়া উপজেলা ১৪ নং লক্ষীপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর উদ্যোগে ৪ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে সংগঠনটি।
কুমিল্লা চাঁদপুর মহাসড়কের নলুয়া চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে শুরু করে চিতোষী রেলওয়ে স্টেশন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া এই সড়কটি সংস্কার কাজ চলছে।
৯ ই অক্টোবর বুধবার সকাল ৯টায় দোয়া মোনাজাতের মাধ্যমে রাস্তা মেরামতের কাজের উদ্বোধন ঘোষণা করেন পাঁচথুবী ফাজিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা হেদায়েত উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষীপুর ইউনিয়নের আমীর মাওঃ শফিকুল ইসলাম, সংগঠনটির ইউনিয়ন সেক্রেটারি মাওঃ নেয়ামত উল্লাহ আতেকী, বাইতুলমাল সেক্রেটারি বিল্লাল হোসেন আরজু সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
এছাড়ায় সংগঠনটির ৭ও ৯ নং ওয়ার্ডের সকল দায়িত্বশীলসহ এলাকার সাধারণ জনগন এই সময়ে উপস্থিত ছিলেন।মেরামতের কাজে সকলে স্বতঃস্ফূর্ত ভাবে স্বশরীরে অংশগ্রহণ করেন।
সংগঠনের দায়িত্বশীলগন বলেন, আমরা লক্ষীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী এই রাস্তা নেয়ামতের কাজ শুরু করেছি। সাম্প্রতিক বন্যায় রাস্তাঘাট সহ পুরো এলাকা পানিতে তলিয়ে গেছে।রাস্তায় পানি উঠায় বেশির ভাগ রাস্তাই ভেঙ্গে গর্ত হয়ে গেছে। তাই চিতোষী রেল স্টেশন থেকে নলুয়া চাঁদপুর বাস স্টেশন পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা ইট দিয়ে মেরামত শুরু করেছি অল্প সময়েই সম্পন্ন করবো,ইনশাআল্লাহ। নিজস্ব অর্থায়নেই কাজ করছি, ক্রমান্বয়ে সাধ্যানুযায়ী আরো কাজ করবো ইনশাআল্লাহ। চলমান এই কাজে আমরা স্থানীয় জনগণের আন্তরিকতা কামনা করি।
তারা আরো বলেন, জামায়াতে ইসলামী একটি সামাজিক সংগঠন হিসেবে সবসময় দেশের মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে। নিজেদেরকে উজাড় করে সকল ধরনের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। আগামীদিনে জামায়াতে ইসলামি দেশ ও জনগনকে সৎ নেতৃত্বের মাধ্যমে একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবে বলে আশা ব্যক্ত করেন।