চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও শাহরাস্তি দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ ও দমন বিষয়ক চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ০৮ অক্টোবর’২৪ মঙ্গলবার বেলা ১০ টায়। অনুষ্ঠানটি মেহের উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত হয়।
মেহের উচ্চ বিদ্যালয় বনাম বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয় বিতার্কিকদের জমজমাট বিতর্ক যুদ্ধে চ্যাম্পিয়ন হয় মেহের উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ বক্তা একই বিদ্যালয়ের ছাত্রী রিউনা তাহরিন।
দুপ্রক সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান। আরও উপস্থিত ছিলেন, খিলা বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক ও দুপ্রকের শাহরাস্তি উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, মেহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত চন্দ্র মজুমদার, বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অকিল চন্দ্র পোদ্দার। অনুষ্ঠান পরিকল্পনা ও সঞ্চালনা করেছেন মেহের উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মোঃ গোলাম সারওয়ার।
উল্লেখ্য, মোট ৫ টি বিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।