শিক্ষক মানে ভালোবাসা
মেহেদী হাসান হৃদয়
তোমরা শিক্ষক হয়ে পাশে ছিলে
অনেক বেশী মনে পড়ে,
আদর শাসনে বড়ো হয়েছি
শ্রদ্ধা ভালোবাসার নীড়ে।
শিক্ষক মানে সম্মান ভালোবাসা
আপন করে কাছে পাওয়া,
পড়া শুনা হাসি খুশি থাকা
মাঝে মাঝে দোয়া লওয়া।
শিক্ষকের শাসন হয়তো না পেলে
আমরা খারাপ হয়ে যেতাম,
শিক্ষকের শাসন মানুষ হয়েছি
শিক্ষকের সাথে চা খেতাম।
শিক্ষক ভালোর জন্য শাসন করতেন
হাড়ে হাড়ে আমরা টের পাই,
শিক্ষক মানে অভিভাবক ছিলেন
তাইতো সবসময় কাছে যাই।
মোদের কাছে শিক্ষক হলেন প্রিয়
পড়তাম শুধু মাইরের ভয়ে,
শিক্ষিত হয়ে সমাজের জন্য
অবদান রেখেছি জয়ে।
শিক্ষক দিবসে সকল শিক্ষকের
প্রতি ভালোবাসা রইলো,
অনেক দুষ্টামী করছি মাদ্রাসা
স্মৃতি মনে পড়েছিলো।
Facebook Comments Box