
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউপির উনকিলা গ্রামের যুব সমাজের উদ্যোগে “উনকিলা ইয়াং সোসাইটি ক্লাব” এর নামকরন এবং উদ্বোধন ঘোষণা করা হয় ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
৩রা অক্টোবর রোজ বৃহস্পতিবার ক্লাবের নিজস্ব কার্যালয়ে জমকালোভাবে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুব সমাজ সহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান পাটোয়ারী, রায়শ্রী উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন, মেম্বার মিজানুর রহমান লিটন, দেলোয়ার হোসেন, মাষ্টার আব্দুল হান্নান পিন্টু, মোঃ অজি উল্লাহ মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী খোকন মিয়া ও মোঃ মঞ্জুরুল আলম।
ক্লাবের সদস্য সহ উপস্থিত ছিলেন মাহবুব আলম পারভেজ, শামসুল ইসলাম সৌরভ, মজিব পাটোয়ারী, সাইফুল ইসলাম খান, মোঃ জুয়েল, মহিন পাটোয়ারী, ইয়ামিন, মোহাম্মদ আবু রায়হান, মোহাম্মদ আরিফ, ইসমাইল পাটোয়ারী, আল আমিন, মোতালেব রাব্বি, মাহবুব আলম, নেওয়াজ আহাম্মেদ, আল শাহরিয়ার, হৃদয়, রনি, ফাহাদ, সজিব, মাহফুজ, খোকন, নাঈম, নাহিদ, আকিব, শিমুল, সাব্বির, আনিস, সবুজ, ফয়সাল, আতিক, দিহান, শুভ, জাহিদ, আবির, এমজাদ, রাকিব, রাফি, রিফাত, সাদী, আরমান, ফাহিম, সামী, তালহা, নেহাল, অন্তু, আলামিন, তুহিন, অন্তর, মেহেদী, শিহাব, মামুন, মহিন, দিহান, রাফায়েত, সাদ্দাম, তারেক, হাসান, সুমন প্রমুখ।