
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার পৌর বিএনপি’র সহ-সভাপতি ও ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ শফিকুর রহমান (মেম্বার) মৃত্যুতে গভীর শোক করেছেন শাহরাস্তি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।
শুক্রবার (৪ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ শোকবাণী জানান।
এতে বলা হয়, “শাহরাস্তি পৌরসভা বিএনপি’র সহ সভাপতি ও ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ শফিকুর রহমান (মেম্বার) স্ট্রক করে মৃত্যুবরণ করায় আমি গভীরভাবে শোকাহত”।
“এই বিএনপি নেতার মৃত্যুতে শাহরাস্তি উপজেলা বিএনপি’র এক নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারালো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, আদর্শ ও দর্শনের একান্ত অনুসারী ছিলেন তিনি”।
আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Facebook Comments Box