দুবাইয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। বুধবার চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয়।
প্রবাসীর বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক উত্তর পাড়া গ্রামের ৮ নং ওয়ার্ড রাউৎ বাড়ি। মোঃ শাহআলম রাউৎ এর ছোট ছেলে মোঃ শাহজাহান রাউৎ। তিনি দীর্ঘ ৩ বছর যাবৎ দুবাইতে একটি কোম্পানীতে কর্মরত ছিলেন।
মৃত মোঃ শাহজাহান রাউৎ শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার বাড়ির লোকদের আর্তনাদে আশে পাশের পরিবেশ ভারী হয়ে উঠে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এ.বি.এম পলাশ।
Facebook Comments Box