চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সভাপতি মোঃ শাহজাহান রাউৎ বুধবার (২ অক্টোবর) দুবাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে (ইন্নালিল্লাহি… রাজিউন)। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপি’র সম্মানিত সদস্য ব্যারিষ্টার মোঃ কামাল উদ্দিন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক শোকবার্তায় বিএনপি নেতা ব্যারিষ্টার মোঃ কামাল উদ্দিন বলেন, সড়ক দূর্ঘটনায় মোঃ শাহজাহান রাউৎ এর মৃত্যুতে তার পরিবার ও নিকটজনদের মতো আমিও গভীরভাবে শোকাহত।
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন বুকে ধারণ করে জাতীয়তাবাদী ছাত্রদলের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়ন শাখাকে সুসংগঠিত ও শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন মোঃ শাহজাহান রাউৎ।
তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা সতীর্থদের মাঝে অনুপ্রেরণা হয়ে থাকবে। দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির এই নেতা।