শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি
শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারনের এক দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন কর্মসূচি করেছে শিক্ষকরা।
বুধবার (২ অক্টোবর বিকেল ৪ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বারবার একটি স্মারক লিপি প্রদান করেন তারা।
মানববন্ধনে বরামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আসাদুল্লাহ’র সঞ্চালনায় ও লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহানের সভাপতিত্বে শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন শিক্ষক-শিক্ষিকা।
Facebook Comments Box