“মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে মাদক বিরোধী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জেলা শাহরাস্তি পৌরসভার ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সার্বিক সহযোগীতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েলের সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন শাহরাস্তি পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।
খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভা স্বেচ্ছাসবক দলের সদস্য সচিব মোঃ আবুল হায়দার।
বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি পৌরসভা বিএনপি’র সহ সভাপতি মোঃ শফিউল্লাহ মিয়াজি, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়ানুরাগী মোঃ আমিনুল এহসান হৃদয়, শাহরাস্তি পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ আবদুল কাইয়ুম রিপন, শাহরাস্তি পৌরসভার ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, বিশিষ্ট সাংবাদিক মোঃ রাফিউ হাসান হামজা প্রমুখ।
সভাপতি মোঃ মাজহারুল ইসলাম জুয়েল বলেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে সতেজ রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে।
ম্যাচের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে খেলার সূচনা করা হয়। ফুটবল প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে শাহরাস্তি পৌরসভার ৮ নং ওয়ার্ডের ছাত্রদলের সাদা দল ও হলুদ দল। খেলায় নির্ধারিত সময়ে সাদা দল ৩-২ গোলে হলুদ দলকে পরাজিত করে। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।