ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করা পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নীতেশ রানের বাজে মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, শাহরাস্তি উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা ছাত্রসেনা উত্তরের সভাপতি খাজা নুরুল আমিনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি ছাত্রনেতা আনিসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাধারণ সম্পাদক ডা. জালাল উদ্দিন কাছেমী।
প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার সহ সভাপতি ছাত্রনেতা কামরুল হাসান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক হাফেজ শাহাদাত হোসেন জাহিদ, রাজাপুরা আল আমিন ফাযিল ডিগ্রি মাদরাসার আরবি প্রভাষক মুফতি আনিসুর রহমান মাক্কী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শাহরাস্তি উপজেলার সাধারণ সম্পাদক মাওঃ ইমাম হোসেন মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শাহরাস্তি উপজেলার দপ্তর সম্পাদক হাফেজ মোঃ খোরশেদ আলম, তরুণ ইসলামী আলোচক মুফতি শফিকুল ইসলাম তাহেরী, বাংলাদেশ ইসলামী যুবসেনার শাহরাস্তি উপজেলার সভাপতি মাওঃ ফয়জুর রহমান ফিরোজ ও বাংলাদেশ ইসলামী যুবসেনা শাহরাস্তি উপজেলার সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ শরীফুল ইসলাম।
এছাড়া বিভিন্ন ব্যাক্তিবর্গ ও মুসলিম জনতা উপস্থিত ছিলেন। বক্তারা মহানবী (সাঃ) কটুক্তি কারীদের সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি না করার জন্য জোর দাবী জানান।