শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজগর হোসেন মিয়াজি দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় তার ওপর হামলা চালানো হয়।
উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর গ্রামের মৃত শহিদুর রহমান ছেলে আজগর হোসেন মিয়াজির উপর সূচীপাড়া উত্তর ইউনিয়নে আক্রমণের ঘটনাটি ঘটে।
এদিকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজগর হোসেন মিয়াজির উপর অতর্কিত হামলায় ঘটনায় পুরো উপজেলায় বিএনপি-র মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আজগর হোসেন মিয়াজিকে দেখতে ছুটে আসেন শাহরাস্তি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, উপজেলা বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মোঃ মোস্তফা কামালসহ আরও অনেকে।
শাহরাস্তি পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা এই সময় একটি বিক্ষোভ মিছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলা সদর পর্যন্ত প্রদক্ষিণ করে। অবিলম্বে দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা।