ক্যাম্পাস প্রতিনিধি:
আজ সোমবার (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন।দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত।
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ১৪১৬ হিজরী উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে এ মিলাদ মাহফিল পালিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোঃ হাবিবুর রহমান বলেন, আমরা ইসলামকে জানি কিন্তু মানি না।আমাদের প্রেরণ করা হয়েছে সৎ কাজের আদেশ দিবো অসৎ কাজের নিষেধ করবো।আমরা সবাই ইসলামকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করবো।তাহলে পুরো বিশ্বকে পাল্টে দিতে পারবো।
এমন কোনো দিক নাই যা কোরআনে বলে নাই।নারীদের মর্যাদা নিয়ে তিনি বলেন মায়ের পায়ের নিচে বেহেশত। কন্যা সন্তান হলে বেহেশতে যাবেন।নারীর মর্যাদার ক্ষেত্রে ইসলামে অনেক বলা হয়েছে।
রাসুল সা: ছিলেন আদর্শ স্বামী, আদর্শ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ।এসময় তিনি আইয়েমে জাহেলিয়াত এর যুগের কথা উল্লেখ করেন।পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের অর্থ ও রাসুল সা: এর মেরাজের ঘটনা তুলে ধরেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক ছালেহ আহমেদ ফকির। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ আতাউর রহমান, আহবায়ক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ১৪৪৬ হিজরী উদযাপন কমিটি।
এসময় উপস্থিত ছিলেন সকল বিভাগীয় শিক্ষক মহোদয়গণ, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে বিশ্ববাসী ও জুলাই ২৪ গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদের জন্য দোয়া করা হয়।