গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম আহমেদ এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
গত ১৪ সেপ্টম্বর প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় “ডিবি হারুনের সঙ্গে সখ্যতা অপবাদে আ’লীগ সমর্থকের বাড়ি দখল যুবদল নেতার” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।
সেলিম আহমেদ বলেন, সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে, আমি পৌর যুবদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক হওয়ায় একটি মহল আমার সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে একটি সংবাদ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, সংবাদে বলা হয়েছে আমি নাকি জোর করে বাড়ি দখল করেছি। যাহার কোন ভিত্তি নেই এবং এটি সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার সময় আমার বাবা মোতালেব বেপারীর জায়গা সাবেক ডিবি প্রধান হারুন, তৎকালীন গাজীপুরের ডিবির ওসি আমির হোসেন ও কবির তালুকদার ৮.৭৫ শতাংশ জমি জোর করে দখল করে নেয়।
কাগজ মূলে ওই জমির মালিক আমার বাবা মোতালেব বেপারী। এ নিয়ে আমরা থানায় লিখিত অভিযোগ দিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দুই দফা সালিশ করি, স্থানীয় লোকজন কাগজপত্র দেখে আমাদেরকে জমি বুঝিয়ে দিতে বলে।
কিন্তু তারা জমি বুঝিয়ে না দিয়ে আমাদেরকে উল্টো বিভিন্ন হুমকি দেয়। আমার সম্মান ক্ষুন্ন করার জন্য মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।