বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসা শাখার আয়োজনে ঈদে মিলাদুন্নবি সাঃ স্বাগত র্যালি ও আলোচনা সভা পালিত হয়
মাহে রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবি সাঃ উপলক্ষে বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসা আয়োজন এক বিশাল স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন হোসেনপুর গাউছিয়া মাদ্রাসা অধ্যক্ষ মাও রফিকুল ইসলাম আল কাদেরী, উপাধ্যক্ষ মাও. আলমগীর শাহ আল কাদেরী, মাও. ফজলুর কাদের বাগদাদী, মাও. ইউনুস কারী মোঃ শহিদ উল্লাহ সহ অত্র মাদ্রাসা শিক্ষক বৃন্দ ও ছাত্র বৃন্দ এবং বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা শাহরাস্তি উত্তর এর সভাপতি খাজা নুরুল আমিন, সহসভাপতি মোঃসাখাওয়াত হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ শরিফ উদ্দিন, দাওয়া সম্পাদক মোঃ সাকিব আল আমিন, বাংলাদেশের ইসলামি ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসা শাখার সভাপতি হাফেজ আল আমিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং সকল ছাত্রনেতা উপস্থিতি র্যালি করে।
মাদ্রাসার হল কক্ষে আলোচনায় বক্তব্যে মাওলানা রফিক ইসলাম আল কাদেরী বলেন প্রিয়নবী সাঃ আগমন এর ফলে সারাদুনিয়া যেমন ধন্য তেমনি সুন্নি মুসলমানগন ও ধন্য যতদিন বাচঁবো প্রিয়নবী সাঃ আগমনের জুলুস র্যালী এবং মিলাদ মাহফিল করে যাবো,এবং ব্যক্তব্যের শেষে মিলাদ কিয়াম মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।