চাঁদপুরের শাহরাস্তিতে শনিবার (৭ সেপ্টেম্বর) সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে শোরশাক পশ্চিম পাড়ায় শতাধিক বন্যাদুর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
শোরশাক পশ্চিম পাড়া প্রবাসী বিএনপি’র উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সদস্য, সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মোল্লা।
এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মনির মিয়াজি, স্থানীয় বিএনপি নেতা মোস্তফা মোল্লা, ফিরোজ, ইদ্রিস, যুবদল নেতা মোঃ আরিফ হোসেন, মিরাজ হোসেন, ছাত্রনেতা শাহাদাত হোসেন, যোবায়ের হোসেন রনি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা শ্রমিক দলের সদস্য মোঃ মনির হোসেন মোল্লা বলেন, প্রতি বছর ক্রান্তিকালীন সময়ে স্থানীয় প্রবাসীরা এগিয়ে এসে হতদরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ান। এরই ধারাবাহিকতায় এবারের বন্যায় প্রবাসীদের অনুদানে শতাধিক ত্রানের ব্যবস্থা করা হয়েছে।