নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে বাজার ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান
শাহারাস্তির পৌরসভার অভ্যন্তরে কালীবাড়ি বাজার পরিদর্শন করেছেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও শাহরাস্তি পৌর প্রশাসক মোস্তাফিজুর রহমান।
কালীবাড়ি বাজার পরিদর্শনে তিনি বাজারের মধ্যে অবস্থিত (পৌরসভার মাধ্যমে) নির্মিত দোকানগুলো পর্যবেক্ষণ করেন। মাছ ব্যবসায়ীদেরকে নির্দিষ্ট স্থানে মাছ বিক্রির ব্যাপারে নির্দেশনার পাশাপাশি বাজারের সকল ব্যবসায়ীদের যত্রতত্র স্থানে ময়লা না ফেলতে নির্দেশনা দেন।
বাজার পরিদর্শনের পর মাঠ সংলগ্ন দিঘীতে বাজারের ব্যবসায়ীদের আবর্জনা ফেলতে নিষেধ করেন। তাছাড়া গরু, ছাগল জবাই করে তার উচ্ছিষ্ট অংশ দিঘীতে না ফেলতে বাজারের সকলকে নির্দেশনা প্রদান করেন। নিজ দায়িত্বে বাজারের সকল আবর্জনা ব্যবসায়ীদেরকে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য অনুরোধ করেন।
এ সময় শাহরাস্তি পৌরসভার পৌর সচিব তোফায়েল আহম্মেদ, শাহরাস্তি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবুল হায়দার, ৯ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মিজান মোল্লাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাজার পরিদর্শন বিষয়ে শাহরাস্তি পৌরসভার পৌর প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, বন্যা পরবর্তী বাজারের ভিতরের অবস্থা দেখার জন্য নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আজকে বাজার ঘুরে দেখলাম। সংকীর্ণ এই বাজারে এতো দোকানের আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকাটা সত্যিই অবাক করার মতো। চেষ্টা করবো, দ্রুত এই সংকট নিরসনের। সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।