বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা ও পৌরসভার উদ্যোগে বিভিন্ন এলাকায় বুধবার পানিবন্দী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। বরিশাল জামায়াত ইসলামীর ব্যবস্থাপনায় এই ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
আজ সকাল থেকে শাহরাস্তি উপজেলার ফেরুয়া, রাজাপূর, পৌরসভার কাজীর কামতা গ্রামে পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর জহির উদ্দিন বাবর। জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক, চাঁদপুর জেলার নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসাইন, পটুয়াখালী জেলা সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহ। জেলার সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন।
শাহরাস্তি উপজেলা আমীর মোস্তাফা কামালের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মো. শাহ আলম, পৌরসভা আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, সেক্রেটারি আবুল বাসার এবং শাহরাস্তি পৌরসভা শিবিরের সভাপতি হাফেজ আবু হানিফ, শাহরাস্তি দক্ষিণ শিবিরের সভাপতি আক্তার হোসেন শিহাব ও শাহরাস্তি উত্তর সভাপতি সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াত-শিবির নেতারা।