রুহুল আমিন খাঁন স্বপন : ফরিদগঞ্জ উপজেলায় টানা বর্ষণে মারাত্মক জলাবদ্ধতা ও ফরিদগঞ্জের বিভিন্ন স্হানে বন্যা সৃষ্টি হয়েছে, হাজার হাজার মানুষ ঘর বন্ধি, নৌকা করে বিভিন্ন এলাকা থেকে আশ্রয় কেন্দ্র আসছে হাজার হাজার মানুষ। প্রায় ১২ টি কেন্দ্রে ৬ শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে।
গত ২৮ আগস্ট বুধবার সকাল ১২ ঘটিকায় ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন রামদাসেরবাগ সিনিয়র আলিম মাদ্রাসার মাঠে ফারজানা সাজ্জাদ ও শেখ পরিবারের সার্বিক তত্ত্বাবধানে বন্যাদূর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় উপস্হিত ছিলেন তরুন সমাজ সেবক, মোঃ মাহফুজ শেখ, মোঃ বাবলু শেখ, আমির হোসেন শেখ, কবির হোসেন শেখ, নূরুল আমিন কালু খাঁন সহ প্রমুখ।
শেখ সাজ্জাদ রশিদ সুমন মুঠোফোনে এই প্রতিনিধিকে যানান ফরিদগঞ্জের সকল বিত্তবান ব্যাক্তিদের বন্যাদুর্গত এলাকায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন আমি আমার সামর্থ্য অনুযায়ী ধারাবাহিকতা ভাবে বন্যাদূর্গতদের পাশে দাঁড়াবো। আজকে ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বন্যাগূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি, দুপুরের পর থেকে উপজেলার সকল ইউনিয়নে উপহার সামগ্রী বিতরণ করা হবে। উল্লেখ্য শেখ সাজ্জাদ রশিদ সুমনের পক্ষে ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বন্যাদূর্গত পানিবন্ধী পরিবারের মাঝে ধারাবাহিক ভাবে উপহার সামগ্রী বিতরণ করা হবে।