শাহরাস্তি উপজেলার খিলা বাজারের আশেপাশের ৬টি হিন্দু বাড়ির পরিবার গুলিকে নিয়ে পাল পালবাড়ি র পূজা মন্ডবে শাহরাস্তির যুব ও ক্রীড়া সংসদের আলোচনা সভা ও উপহার ভিতরে অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহারাস্তি যুব ও ক্রীড়া সংসদের প্রধান অভিভাবক, সাবেক শাহারাস্তি উপজেলার ভাইস চেয়ারম্যান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ( শাহরাস্তি- হাজিগঞ্জ আসনের ) সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ভোলদিঘি কামিল মাদ্রাসার সহঃ অধ্যাপক, মাওলানা আবুল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলার আমীর বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, রাজনীতিবিদ, জননেতা জনাব মোস্তফা কামাল।
হিন্দু প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, মাষ্টার নারায়ণ চন্দ্র পাল ও ডাক্তার দিলীপ কুমার।
আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি যুব ও ক্রীড়া সংসদের রায়শ্রী ইউনিয়নের উপদেষ্টা মাওলানা মোঃ মাসুম বিল্লাহ, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী জনাব জহিরুল ইসলাম, সমাজ জনাব হাজী আবু তাহের প্রমুখ।
শাহারাস্তি যুব ও ক্রীড়া সংসদের পরিচালক জনাব মোঃ জাকির হোসেনের সভাপতিত্ব ও সঞ্চালনায়, বক্তারা বলেন, আগামী দিন হবে বৈষম্যহীন ও অসাম্প্রদায়িকতার বাংলাদেশ। এখানে থাকবে না মানুষে মানুষের কোন ভেদাভেদ, থাকবে না সংখ্যালঘু ও সংখ্যাগুরুর তফাৎ বরং স্বৈরশাসক ও সুযোগ সন্ধানীদের তৈরি শব্দ সংখ্যালঘু ও সংখ্যাগুরু শব্দের অবসান করতে হবে। মানুষ হিসাবে আমাদের সকলের অধিকার সমান। তাই আমাদের নিজের অধিকারে সচেতন হতে হবে। সবাইকে ভ্রাতৃত্ব ও ভালোবাসা আর অসাম্প্রদায়িকতায় কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে গড়নে অনবদ্য অবদান রাখতে হবে।
সর্বশেষে অনুষ্ঠানের সভাপতি ও সঞ্চালক শাহরাস্তি যুব ও ক্রীড়া সংসদের পরিচালক মোঃ জাকির হোসেন এর সমাপনী বক্তব্যে ও উপস্থিত হিন্দু সম্প্রদায়ের সকলের মাঝে উপহার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।