চাঁদপুরের শাহরাস্তিতে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শুক্রবার সংগঠনটির শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর বিএনপির সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আবদুল কাইয়ুম রিপন প্রমুখ।
পৌর ছাত্রদল আহ্বায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েলের নেতৃত্বে ত্রাণ বিতরণ করেন যুগ্ন আহবায়ক ইমান হোসেন,ফরহাদ মিয়াজী,মোঃ সালাউদ্দিন, রাসেল ইসলাম সুজন। তাছাড়া বিভিন্ন ওয়ার্ডের ছাত্র নেতাদের মধ্যে উপস্থিত ছিলো ফাহিম,মেহরাব,সাম্মির পাটোয়ারী,আনিস,রতন,আকাশ,শাহাদাত,জহির, বোরহান, সৈকত, সাব্বির,পিয়াস,শরিফ, মাসুম, লিপলু, রিফাত আরো অনেকেই।
পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েল বলেন, বিএনপি গণমানুষের রাজনৈতিক দল। এ দল দেশের মানুষের যেকোনো সংকটে সর্বাত্মক পাশে থাকে। এবারের বন্যার শুরুতেই ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমান আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বানভাসি মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। আমরা তারেক রহমানের নির্দেশনায় সার্বক্ষণিক বন্যাকবলিত মানুষের পাশে রয়েছি।
শাহরাস্তি উপজেলার বন্যা কবলিত কয়েকটি গ্রামে দিনব্যাপী ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে।