মোঃ শাহ আলম ভূঁইয়াঃ শাহরাস্তি উপজেলায় প্রায় প্রত্যেকটি ইউনিয়ন বন্যার পানিতে সয়লাব।বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে ঘুরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে রান্না করা খাবার সহ ত্রান-সামগ্রী বিতরণ করে যাচ্ছেন উপজেলা জামায়াতে ইসলামীর সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
ঢাকা মহানগরী দক্ষিন জামায়াতের সহকারী সেক্রেটারি শাহরাস্তির কৃতি সন্তান কামাল হোসাইন এর উপস্থিতিতে ২৭ই আগষ্ট সারাদিন প্রায় ৬ শতাধিক পরিবারের মাঝে রান্নাকরা খাবার ও ত্রান সামগ্রী বিতরণ করে।
মেহের দক্ষিন ইউনিয়নে ভোলদীঘি কামিল মাদ্রাসার আশ্রয়কেন্দ্রে প্রায় ৩শত মানুষের মাঝে বিরিয়ানি খাবার বিতরন করা হয়।শাহরাস্তি নিজমেহের পাইলট স্কুল ও মেহের কলেজ আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।
উপজেলা আমীর মোস্তফা কামালের নেতৃত্বে মেহের উত্তর রায়শ্রী উত্তরসহ বিভিন্ন জায়গায় প্রায় ২শত পানিবন্ধি পরিবারে খাবার বিতরন করা হয়।এ ছাড়াও সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রান্তে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারি মাওঃ আবুল হোসাইন,উপজেলা নায়েবে আমীর জনাব বাদশা ফয়সাল,মেহের দক্ষিণ আমীর আব্দুল আউয়াল,সেক্রেটারি শুকুর আলম মায়াজ,মেহের উত্তর সেক্রেটারি সাইফুল ইসলাম,জামায়াত কর্মী আবু নোমান, আরিফ হোসাইন,তোফায়েল আহমেদ,ইউনুস মিয়া সহ আরো অনেকে।
Facebook Comments Box