মো.শাহ আলম ভূইয়াঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে প্রত্যক্ষ করা যাচ্ছে উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন অঞ্চলের বন্যা কবলিত মানুষের মাঝে চিকিৎসা সামগ্রী, শুকনো খাবার ত্রান সামগ্রী পৌছে দিচ্ছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিতে তলিয়ে যাওয়া বিভিন্ন বাড়ির লোকজন যে সকল আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তা পরিদর্শন করে মানুষের খোঁজ খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় খাবার বিতরন করেন।
আশ্রয় কেন্দ্রগুলোর খোঁজখবর নিয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জেলা জামায়াত সহকারী সেক্রেটারি মাওঃ আবুল হোসাইন, উপজেলা জামায়াতের আমীর মোস্তফা কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংগঠনের গড়ে তোলা সেবাটিম মানুষের ধারে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন।এতে রয়েছে রায়শ্রী উত্তর,রায়শ্রী দক্ষিণ,চিতোষী পূর্ব,সূচীপাড়া উত্তর সহ অন্যন্য ইউনিয়নের দায়িত্বশীলগন।
উপজেলার ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলবৃন্দ বিভিন্ন ইউনিয়নের বন্যাদূর্ঘত মানুষের মাঝে চিকিৎসা সামগ্রী, খাবার পৌঁছে দিয়েছেন,এর মধ্য চিতোষী পূর্ব মনিপুর ও খিতারপাড় এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনা খাবার ও ত্রান বিতরন করেন।
সংগঠনটির অফিস ও মিডিয়া সেলের সূত্রমতে উপজেলায় সব এলাকায় এপর্যন্ত প্রায় ১৬৫০ টি খাবার প্যাকেট বিতরণ করেছে জামায়াত শিবির।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে রায়শ্রী উত্তর দক্ষিন, চিতোষী পূর্ব ও সূচীপাড়া উত্তর ইউনিয়নে প্রায় ২৯ টি আশ্রয়কেন্দ্রে ৩ শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে।সবার খোঁজখবর ও তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
Facebook Comments Box