বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের জুমাবাড়ী জামে মসজিদের সামনে খালেদা জিয়ার দীর্ঘায়ু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, উপজেলা বিএনপি নেতা তোফায়েল আহম্মেদ সোহেল, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আবদুল কাইয়ুম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম জুয়েল, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোঃ মহিন উদ্দিন, ৮নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, ছাত্রনেতা শাহাদাত হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৬ বছর ধরে প্রকাশ্যে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন বিএনপি চেয়্যারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন না করতে পারলেও এবার জন্মদিন পালন করছে দলটি। ৮নং ওয়ার্ড ছাত্রদল কর্মী জহির, আলম, বেলায়েত, হৃদয়, সাকিব, নাদিম, রামিম, সোহরাব, নাঈম, কাউছার, রবিন, দুলালের মাধ্যমে আয়োজিত এই দোয়ার আয়োজনে নেতারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে তাদের জন্য এই আয়োজন করা হয়।