চাঁদপুর জেলার শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা ও শাহরাস্তি উপজেলার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক শাহরাস্তি উপজেলার ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবুল হোসাইন, শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল এবং পৌর আমির মাওলানা জাহাঙ্গীর আলম সহ শাহরাস্তি উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাক্ষাতকালে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের মানুষ যখন স্বস্তিতে রয়েছেন, তখন একটি মহল হিন্দু সম্প্রদায়ের বাসা, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে নাশকতার অপচেষ্টা করছে। বিশ্বে দেশের সুনাম নষ্ট করার জন্য হিন্দু সম্প্রদায়ের উপর তারা কথিত হামলার অপপ্রচার চালাচ্ছে।
তিনি এ বিষয়ে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এ সময় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা মন্দির পাহারা দেয়ার জন্য ওসি সাহেব প্রশংসা করেন।