বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই সারা দেশের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে। ছাত্র আন্দোলনে জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় রাখতেই এ উদ্যোগ, বলছেন শিক্ষার্থীরা।
গ্রাফিতিতে রাঙিয়ে তোলা হচ্ছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলন অভ্যুত্থানের নানা ঘটনা। চাঁদপুরের শাহরাস্তিতেও স্কুলের ক্যাম্পাসে গ্রাফিতি ও ক্যালিওগ্রাফিতে শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অর্জন।
শিক্ষার্থীরা বলছেন, একত্রে অনেক সুন্দর সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
গ্রাফিতি ও দেশ সংস্কারের নানা স্লোগানে অংকিত চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ছাত্র আন্দোলনের পটভূমি।
কর্মসূচিতে অংশ নেয়া চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী কাশেম, বাবর,দিপু, জসিম, মিরাজ, তাসনিমুল, শাহ-জালাল, ইমন, রাফি, সৌরভ, রাকিবুল, সুপ্ত, রিফাদ, ফয়সাল, ফারজানা, তাসফিয়াসহ আরও অনেকেই উপস্থিত থেকে হেল্পিং হ্যান্ড অর্গানাইজেশন নামক সংগঠনের তত্বাবধানে দেশের সাম্প্রতিক ছাত্রহত্যা ও গণগ্রেফতার নিয়ে বিদ্যালয়ের দেয়ালে ফুটিয়ে তুলেছেন চরম বাস্তবতা।
বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা বলেন, ছাত্র-ছাত্রীরা সংক্ষিপ্তভাবে হলেও তাদের গ্রাফিতি কর্মসূচি পালন করেছে। আমরা তাদের এ শান্তিপূর্ণ ও সৃজনশীল প্রতিবাদ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণার জন্যই এখানে এসেছি। তাদের ভিন্নধর্মী সাহসী এ উদ্যোগকে স্বাগত জানাই। ছাত্র-ছাত্রীরা তাদের সহপাঠী হত্যাকারীদের বিচার চেয়ে এবং দেশের কর্তৃত্ববাদের বিরুদ্ধে রংতুলির মাধ্যমে যে প্রতিবাদ জানিয়েছে তা অত্যন্ত গঠনমূলক এবং সৃজনশীল।