চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় জনগণের কাছে শান্তির বার্তা ও গুজব রোধে সচেতনতার বার্তা নিয়ে পৌঁছে দিয়েছেন শাহরাস্তি পৌর বিএনপির নেতা–কর্মীরা।
পৌরসভার ১, ৩, ৪, ৬, ৭ ও ৯ নং ওয়ার্ডের ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, রেস্তোরাঁয় যান বিএনপি নেতা–কর্মীরা। শাহরাস্তি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজির সঙ্গে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন,পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল, পৌরসভা ছাত্রনেতা শাহাদাত,পৌরসভা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমাম,পৌর ছাত্রনেতা মনির ও শাকিল প্রমুখ।
পৌরসভা যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন বলেন, শান্তির বার্তা নিয়ে গত কয়েকদিন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বেশি বসবাস এমন এলাকার মানুষগুলোকে সতর্কতার পাশাপাশি যে কোন অপ্রীতিকর ঘটনায় প্রশাসন ও আমাদেরকে জানানোর জন্য সাধারণ মানুষের পাশাপাশি সংখ্যালঘুদেরকে আহবান জানিয়েছি।
শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজী বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে শহরের বিভিন্ন এলাকার ব্যবসায়ীসহ সাধারণ মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি। তাঁদের বলেছি, ভয়ের কিছু নেই, কেউ কোনো রকম ভয় দেখালে, অন্যায় আবদার করলে, হুমকি দিলে ভীত না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করুন, আমাদের ও প্রশাসনকে জানাবেন। গণতন্ত্রের যে সুবাতাস বইছে, তাকে কোনোভাবে বাধাগ্রস্ত হতে দেব না।’
কালীবাড়ি ও ঠাকুরবাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, কয়েক দিনের পরিস্থিতিতে একধরনের অস্বস্তি নিয়ে দোকানদারি করছিলাম। বিভিন্ন স্থানের অনেক ধরনের ঘটনা শুনে ও জেনে ভালো লাগতো না। শান্তির বার্তা নিয়ে বিএনপির প্রচারণায় এখন আমরা সাহস পাচ্ছি।