শাহরাস্তিতে ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রদলের শোক
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এক বিবৃতিতে চাঁদপুর জেলা শাখার অধীনস্থ শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজগর হোসেন মিয়াজির পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
উল্লেখ্য যে, আজগর হোসেন মিয়াজির পিতা শহিদুর রহমান (৭৫) বৃহস্পতিবার (৮ই আগষ্ট) নিজ বাসভবনে মারা যান। শুক্রবার সকাল ৯ ঘটিকায় নিজ গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Facebook Comments Box